মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২০ মে ২০২০ :
নওগাঁয় আরও ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ও আট বছর বয়সী এক শিশু রয়েছে। এনিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯ জনে। এদের মধ্যে ৫ জন ডাক্তারসহ ১৭ জন স্বাস্থ্যকর্মী ও ১৩ জন পুলিশ সদস্য।
মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান আলাল জানান, বিকেল সাড়ে ৪ টায় ইমেইলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে ২৬১ টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে নয়জনের করোনা ‘পজিটিভ’ এসেছে। এই নয়জনের মধ্যে তিনজন পুরোনো রোগী। দ্বিতীয় দফা পরীক্ষায় আবারও তাদের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্ত ছয়জনের মধ্যে নওগাঁ সদর উপজেলায় এক পুলিশ সদস্যসহ দুজন, পত্নীতলা উপজেলায় দুই পুলিশ সদস্যসহ তিনজন এবং মহাদেবপুর উপজেলার দক্ষিণ দুলালপাড়া গ্রামের আট বছর বয়সী এক শিশুর শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্ত তিন পুলিশ সদস্যের মধ্যে একজন নওগাঁ পুলিশ লাইনসে সংযুক্ত থাকা কনস্টেবল, অপর দুজনের একজন পত্নীতলা থানার এসআই ও অপরজন কনস্টেবল। এর আগেও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি), ইন্সপেক্টর (তদন্ত) ও একজন এসআইসহ তিন পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এ ছাড়া পত্নীতলা থানায় পুলিশ স্টাফ কোয়ার্টারে কাজ করা এক নারী বাবুর্চির শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন বলেন, আক্রান্ত ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, নওগাঁ শহরের চকদেবপাড়ার আক্রান্ত এক ব্যক্তি সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন। বাকি পাঁচজন স্থানীয়ভাবে পূর্বে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি ও তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে বলেও তিনি জানান।
গত ২৩ এপ্রিল নওগাঁ জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় একজন নার্সের শরীরে। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় কেউ মারা যায়নি। #