মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৮ সেপ্টেম্বর ২০১১৯ :
শনিবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের দোতলা ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করা হয়। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঢালাই কাজের উদ্বোধন করেন।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে নওগাঁ জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম ময়েন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম, বাবু ঘোষ, এমদাদুল হক, রাহেনুল হক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে দোতলা নির্মাণ করা হচ্ছে। #