মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, সাপাহার (নওগাঁ), ১১ মে ২০২০ :
সোমবার সকালে নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির উদ্যোগে আইহাই ইউনিয়নে করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া ৫০০ দু:স্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সকাল ১০ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম তেল ও ৫০০ গ্রাম ডাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক তছলিম উদ্দীন, যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বেনু, আবদুর রহিম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান লাবু চৌধুরী প্রমুখ।
বিএনপি নেতারা জানান, তারেক জিয়ার নির্দেশে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম প্রথমে আইহাই ইউনিয়ন দিয়ে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে অনুরুপ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। #