মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ৫ মে ২০২০ :
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি ইসরাফিল আলম, নওগাঁ-৫ (সদর) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক, নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিঞা বিপিএম ও সিভিল সার্জন ডা: আকন্দ মো: আখতারুজ্জামান আলাল করোনামুক্ত রয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মুনজের-ই মুর্শিদ এতথ্য জানান।
তিনি বলেন, গত ২৭ এপ্রিল নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব মো: শহীদুজ্জামান সরকারসহ ওই ৬ ভিআইপি প্রধানমন্ত্রীর সাথে টেলিকন্ফারেন্সে যোগ দিয়েছিলেন। এরপর ১ মে ঢাকায় এমপি শহীদুজ্জামান সরকারের করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। ফলে ওই ৬ ভিআইপিকে হোম কোয়ারেন্টাইনে রেখে গত ৪ মে তাদেরসহ মোট ২২ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। মঙ্গলবার দিবাগত রাতে সেগুলোর মধ্যে ১৯ টির রেজাল্ট পাওয়া যায়। সবগুলোই নিগেটিভ।
৬ ভিআইপির করোনাভাইরাস নিগেটিভ রেজাল্টের খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে স্বস্তি ফিরে আসে। অনেকেই তাদের এলাকার প্রিয় নেতাদের জন্য দোওয়া মাগফেরাত কামনা করেন। #