মহাদেবপুর দর্পণ, নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ), ৪ মে ২০২০ :
রবিবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়ায় নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতির নিজেস্ব অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩৩/১১ কেভি বিদ্যুৎ সাব-স্টেশনের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী তহিজ্জুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্লুইচ টিপে এর উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান খান, ডিজিএম (কারিগরি) কামরুজ্জামান, এজিএম ফিরোজ জামান, মকলেছুর রহমান, শাহারিয়যার বাপ্পি, সহকারী প্রকৌশলী সবুজ আলী, জুনিয়র প্রকৌশলী আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান প্রমুখ। #