মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, সাপাহার (নওগাঁ), ৪ মে ২০২০ :
করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর হার দিন দিন বেড়ে যাচ্ছে। সেই সাথে মৃত ব্যক্তিদের কাফন দাফনে কেউ এগিয়ে না আসায় প্রশাসন ও পুলিশ বিভাগকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এই বিষয়টির প্রতি লক্ষ রেখে সোমবার বেলা সাড়ে ১১ টায় নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় ইসলামিক ফাউন্ডেশনের ১৩ জন ইমাম ও ৭ জন পুরোহিতকে করোনাভাইরাসে আক্রান্ত মৃত্যু পরবর্তী কাফন দাফনের জন্য উপজেলা পরিষদ চত্বরে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মুহা: রুহুল আমিন প্রমুখ।
ইউএনও জানান, করোনাভাইরাসে যদি কোন ব্যক্তির মৃত্যু হয় তার কাফন দাফনের প্রয়োজন আছে। আমরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই সেই প্রস্তুতি গ্রহণ করছি। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি এমন দিন যেন আমাদের দেখতে না হয়। দেশ যেন দ্রুত করোনা মুক্ত হয়। #