নওগাঁ ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে আ’লীগ নেতার সেমাই কারখানার জরিমানা (ভিডিও)

Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ), ৪ মে ২০২০ :

সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর মহাদেবপুরে অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতার সেমাই কারখানার ১০ হাজার টাকা জরিমানা করেছে।

নওগাঁ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শামীম হোসেন জানান, তার নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় দেখতে পান যে, মহাদেবপুরে উপজেলার নওহাট মোড় নামক স্থানে সাদ্দাম সেমাই কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খোলা লাচ্ছা সেমাই তৈরি করা হচ্ছে। কারখানায় উৎপাদিত সেমাইয়ের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ও খুচরা মূল্য লেখা নেই। এ অপরাধে কারখানার মালিক স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ইনছের আলী মোল্লার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, উপজেলায় আরও তিন চারটি সেমাই তৈরির কারখানা আছে। সেগুলোতেও নিয়মিত অভিযান চালানো হবে। যাতে করে আসছে ঈদে মানুষ ভেজালমুক্ত সেমাই খেতে পারেন।

তিনি বলেন, অভিযান শেষে কারখানার পরিবেশ উন্নয়ন, শ্রমিকদের হ্যান্ড গ্লাভস, মাস্ক ও ক্যাপ ব্যাবহার করার জন্য নির্দেশ দেয়া হয়।

পরে উপস্থিত জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।#

https://www.youtube.com/watch?v=mi4jColqQuU
আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে আ’লীগ নেতার সেমাই কারখানার জরিমানা (ভিডিও)

প্রকাশের সময় : ০৩:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ), ৪ মে ২০২০ :

সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর মহাদেবপুরে অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতার সেমাই কারখানার ১০ হাজার টাকা জরিমানা করেছে।

নওগাঁ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শামীম হোসেন জানান, তার নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় দেখতে পান যে, মহাদেবপুরে উপজেলার নওহাট মোড় নামক স্থানে সাদ্দাম সেমাই কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খোলা লাচ্ছা সেমাই তৈরি করা হচ্ছে। কারখানায় উৎপাদিত সেমাইয়ের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ও খুচরা মূল্য লেখা নেই। এ অপরাধে কারখানার মালিক স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ইনছের আলী মোল্লার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, উপজেলায় আরও তিন চারটি সেমাই তৈরির কারখানা আছে। সেগুলোতেও নিয়মিত অভিযান চালানো হবে। যাতে করে আসছে ঈদে মানুষ ভেজালমুক্ত সেমাই খেতে পারেন।

তিনি বলেন, অভিযান শেষে কারখানার পরিবেশ উন্নয়ন, শ্রমিকদের হ্যান্ড গ্লাভস, মাস্ক ও ক্যাপ ব্যাবহার করার জন্য নির্দেশ দেয়া হয়।

পরে উপস্থিত জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।#

https://www.youtube.com/watch?v=mi4jColqQuU