মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ৩ এপ্রিল ২০২০ :
জাতীয় সংসদের সাবেক হুইপ নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি এ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার বাবলু করোনায় আক্রান্ত হবার পর নওগাঁ জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ তাঁর সংস্পর্শে আসা বেশ কয়েকজন উচ্চ পদস্থদের হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানিয়েছেন।
এদের মধ্যে রয়েছেন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি ইসরাফিল আলম, নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া বিপিএম, সিভিল সার্জন ডা: আকন্দ মো: আখতারুজ্জামান আলাল, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রমুখ।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন। রবিবার তাদের নমুনা সংগ্রহ করা হবে বলেও তিনি জানান। এ সংবাদ ছড়িয়ে পরলে জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, আওয়ামী লীগের নেতা কর্মী, গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
গত ২৭ এপ্রিল নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এমপি শহীদুজ্জামান সরকারের সাথে ওই ৬ ভিআইপি প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যোগ দেন। পরে তাঁরা জেলা প্রশাসকের অফিস কক্ষে চলতি বোরো ধান কাটা মাড়াইসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন।
এইদিন বিকেলে নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল শেডে নওগাঁর ৭৩ জন আত্মসমর্পনকারী চরমপন্থীর মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া ৩৬ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন এমপি ইসরাফিল আলম। এই অনুষ্ঠানে নওগাঁর ডিসি, এসপি, রাজশাহীর এনএসআই এর যুগ্ম পরিচালক জহির উদ্দীন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস চলাকালে জেলায় লকডাউনে কর্মহীন মানুষদের মধ্যে এমপি ইসরাফিল আলম, এমপি সেলিম, ডিসি, এসপি দিনরাত জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণের কাজ করেছেন। এ সময় তাদের সংস্পর্শে আসেন জেলা প্রশাসনের অসংখ্য কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মনজুর এ-মুর্শেদ জানান, শুক্রবার ঢাকায় এমপি শহীদুজ্জামান সরকারের করোনাভাইরাসে আক্রান্ত হবার প্রতিবেদন পাবার পর শনিবার বেলা ১১ টায় ওই ভিডিও কনফারেন্সেসহ বিভিন্ন দিক ক্ষতিয়ে দেখে ওই ৬ ভিআইপিকে হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
সিভিল সার্জন জানান, বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে আমাদের সংস্পর্শে আসা অন্যদের নমুনাও পর্যায়ক্রমে সংগ্রহ করা হবে।
এদিকে এমপি শহীদুজ্জামান সরকার গত ২১ এপ্রিল তার নির্বাচনী এলাকায় আসেন। এদিন সন্ধ্যায় তিনি ধামইরহাট উপজেলা সদরের ডাকবাংলোয় স্থানীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাত করেন। ২২ এপ্রিল সকালে পত্নীতলা উপজেলায় ও বিকেলে ধামইরহাট উপজেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করেন। ২৩ এপ্রিল বিকেলে পত্নীতলা ডাকবাংলোয় দলীয় নেতাকর্মীদের সভায় যোগ দেন। ২৪ এপ্রিল সকালে তিনি তার গ্রামের বাড়ী ধামইরহাট উপজেলার বীরগ্রামের মোড়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের খাদ্য সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন। ২৬ এপ্রিল ধামইরহাটে কৃষকদের নিয়ে ধানকাটা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় যোগ দেন। বিকেলে পত্নীতলায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। সেখানে এমপি সেলিমও যোগ দেন। ২৮ এপ্রিল তিনি নওগাঁ থেকে ঢাকায় যান।
তিনি তার নির্বাচনী এলাকায় অবস্থানের সময় তার সংস্পর্শে আসায় উপজেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আবদুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী প্রমুখ।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খালিদ সাইফুল্লাহ জানান, এমপি শহীদুজ্জামান সরকারের সংস্পর্শে আসায় শনিবার ১৫ জন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রবিবার আরো কয়েকজনের সংগ্রহ করা হবে।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার জানান, জেলা প্রশাসকের পরামর্শে আমি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছি। বাসা থেকেই অফিস পরিচালনা করছি। #