মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, সাপাহার (নওগাঁ), ১ মে ২০২০ :
নওগাঁর সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা’র মানবিক সেবা কার্যক্রম থেমে নেই। তিনি চলমান নভেল করোনাভাইরাসের কারণে গৃহবন্দী কর্মহীন মানুষের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছেন।
সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ, স্বেচ্ছাসেবকদের জন্য একবেলার খাবার বিতরণ, থার্মাল স্ক্যানার বিতরণ, অসহায় কর্মহীনদের মধ্যে খাদ্য বিতরণ প্রভৃৃতি নিয়ে ব্যস্ত থাকছেন প্রতিদিন।
মাহে রমজানের প্রথম দিন থেকে তিনি রোজা রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাস্ক তৈরীর কাজে ব্যস্ত থাকেন। প্রতিদিন ইফতার শেষেই বেরিয়ে পড়েন বিভিন্ন পাড়া মহল্লায়। বাড়ি বাড়ি গিয়ে তিনি নিজে সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী পৌছে দেন কর্মহীন অসহায় ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর মাঝে।
তিনি জানান, ইতিমধ্যে কোরোনাভাইরাসে এ উপজেলায় ৩ জন আক্রান্ত হয়েছেন। তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করছেন। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা ও হোম কোয়ারেন্টাইনে থাকাসহ খাদ্যমন্ত্রীর পক্ষ থেকে মাস্ক বিতরণ, থার্মাল স্ক্যানার প্রদান, খাদ্য সহায়তা ও সব্জি বিতরণ করা অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, শুধু একজন শিক ও দলীয় নেতা বা সাংস্কৃতিক কর্মী হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে নিজের দায়িত্ববোধ থেকে করোনাভাইরাসের এ আপদ কালীন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, তিনি তার জীবনের শেষ নি:শ্বাস থাকা পর্যন্ত ঘরবন্দী অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবেন।
তার দেয়া খাদ্য সামগ্রী হাতে পেয়ে মানিকুড়া গ্রামের মনোয়ারা বেওয়া বলেন, হঠাৎ সন্ধ্যার পর বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে দরজা খুলে দেখি মিনা মেডাম খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তার এই মানবিক সহায়তার জন্য আল্লাহ তাকে যেন দীর্ঘজীবী করেন তার জন্য প্রাণ খুলে দোওয়া করেন তিনি। #