মহাদেবপুর দর্পণ, এম,এ,মালেক, ধামইরহাট (নওগাঁ), ২৮ এপ্রিল ২০২০ :
সোমবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁর পত্নীতলার ১৪ বিজিবির উদ্যোগে ধামইরহাট সীমান্তে করোনাভাইরাস প্রতিরোধে অসহায়, গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
১৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এস, এম, নাদিম আরেফিন সুমন পিএসসি জি জানান, ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী এলাকার জোত ওসমান, চৌঘাট, মনোরহরপুর, রসপুর ও রামচন্দ্রপুর এলাকার ১০০ জন অসহায়, গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিজিবির রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএম জি।
বিদ্যানন্দ ফাউন্ডেশন রাজশাহী শাখার সহযোগিতায় প্রত্যেক পরিবারের মাঝে ৬ কেজি চাল, ২ কেজি ডাল, আধা লিটার তেল, ২ কেজি, আটা, ১ প্যাকেট সুজি, ১ প্যাকেট বিস্কুট এবং আধা কেজি লবণ বিতরণ করা হয়।
বিতরণকালে তিনিসহ কোম্পানী কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন। #