মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২৮ এপ্রিল ২০২০ :
মঙ্গলবার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা হাটের মাছ বাজার এবং পাইকারী ও খুচরা কাঁচা বাজারে বাজার মনিটরিংয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশের সহযোগিতায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শামীম হোসেন অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে ১ কেজির বাটখারায় ২০০ গ্রাম কম থাকায় মাছ ব্যবসায়ী চঞ্চলের ৫ হাজার টাকা, একই অপরাধে আরো ৭ দোকানীর মোট ৮ হাজার টাকা, বেশী দামে আদা বিক্রি করার দায়ে এক দোকানীর ১ হাজার টাকা সহ মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের পর কোলা বাজারে দেশি আদা ২২০ থেকে ২৪০ টাকা, রসুন ১১০ টাকা এবং পিঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি করা হয়।
এসময় সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। #