মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, নওগাঁ, ২৫ সেপ্টেম্বর ২০১৯ :
মঙ্গলবারে বিকেলে নওগাঁ ষ্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) এর জেলা পর্যায়ের ফাইনাল খেলার আয়োজন করা হয়।
খেলায় বালক বিভাগে নিয়ামতপুর উপজেলা দল ট্রাইব্রেকারে ৩-২ গোলে নওগাঁ সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যম্পিয়ন হয় এবং বালিকা বিভাগে পত্নীতলা উপজেলা দল ১-০ গোলে নওগাঁ সদর উপজেলা দলকে পরাজিত করে জেলা চ্যম্পিয়ন হয়।
টুর্ণামেন্টে জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি করে বালক ও বালিকা দল অংশ নেয়।
চুড়ান্ত খেলা শেষে সেখানে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: হারুন-অর-রশীদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাহবুবুর রহমান এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মাদ রাশিদুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর উপজেল নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বখতিয়ার ইনাম ববিন প্রমুখ উপস্থিত ছিলেন। #