নওগাঁ ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে খাবার বিতরণ

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২০ এপ্রিল ২০২০ :

রবিবার ঠিক দুপুর বেলা। জীর্ণ শীর্ষ কুঠিরের দরজায় ঠোকা দিয়ে হাঁক ছাড়লো একদল তরুণ তরুণী, “বাড়ীতে কেউ আছেন? খাবার রেখে গেলাম, নিয়ে যান প্লিজ”। খাবারের কথা শুনে তড়িঘড়ি দুয়ার খুলে গৃহকত্রী দেখতে পেলেন দুয়ারে রাখা একটি বাজারের ব্যাগ। ইতি উতি উঁকি মেরে, সামনে গিয়েও কাওকে দেখতে পেলেন না। বাজারে ঠাসা ব্যাগ নিয়ে কুঠিরের ভীতরে যান তিনি। বাজার ঢেলে দেখতে পান চাল, ডাল, তেল, নুন, সব্জি, ঝাল, চিনি আরও কত কি!

ওরা নওগাঁর মহাদেবপুরের এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থী। কেউ অন্যত্র লেখাপড়া করে, কেউ সংসারী। বেশীরভাগ মহাদেবপুরের বাইরে থাকে। করোনাভাইরাস প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় এখন মহাদেবপুরে সবাই। ম্যাসেঞ্জারে গ্রুপ খুলে ঘরে বসেই মিটিং করেছে তারা। নিজেদের দেয়া চাঁদার টাকায় কিনেছে এসব খাবার।

তারপর কয়েকটি গ্রুপে ভাগ হয়ে কর্মহীন হয়ে পড়া দু:স্থদের বাড়ী বাড়ী গিয়ে বিতরণ করেছে এসব। ৫০ টি পরিবারের মধ্যে। ছবি তোলেনি কেউ কারও। সাংবাদিকদেরও জানায়নি। গতানুগতিক প্রক্রিয়ায় নিজেদের পরিচয়ও প্রকাশ করতে চায়নি ওরা।

ওদের এ মনকাড়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন যিনি শুনেছেন তিনিই। তাদের বৃহৎ মনের এই তৎপরতা নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। #

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে খাবার বিতরণ

প্রকাশের সময় : ০৪:৫৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২০ এপ্রিল ২০২০ :

রবিবার ঠিক দুপুর বেলা। জীর্ণ শীর্ষ কুঠিরের দরজায় ঠোকা দিয়ে হাঁক ছাড়লো একদল তরুণ তরুণী, “বাড়ীতে কেউ আছেন? খাবার রেখে গেলাম, নিয়ে যান প্লিজ”। খাবারের কথা শুনে তড়িঘড়ি দুয়ার খুলে গৃহকত্রী দেখতে পেলেন দুয়ারে রাখা একটি বাজারের ব্যাগ। ইতি উতি উঁকি মেরে, সামনে গিয়েও কাওকে দেখতে পেলেন না। বাজারে ঠাসা ব্যাগ নিয়ে কুঠিরের ভীতরে যান তিনি। বাজার ঢেলে দেখতে পান চাল, ডাল, তেল, নুন, সব্জি, ঝাল, চিনি আরও কত কি!

ওরা নওগাঁর মহাদেবপুরের এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থী। কেউ অন্যত্র লেখাপড়া করে, কেউ সংসারী। বেশীরভাগ মহাদেবপুরের বাইরে থাকে। করোনাভাইরাস প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় এখন মহাদেবপুরে সবাই। ম্যাসেঞ্জারে গ্রুপ খুলে ঘরে বসেই মিটিং করেছে তারা। নিজেদের দেয়া চাঁদার টাকায় কিনেছে এসব খাবার।

তারপর কয়েকটি গ্রুপে ভাগ হয়ে কর্মহীন হয়ে পড়া দু:স্থদের বাড়ী বাড়ী গিয়ে বিতরণ করেছে এসব। ৫০ টি পরিবারের মধ্যে। ছবি তোলেনি কেউ কারও। সাংবাদিকদেরও জানায়নি। গতানুগতিক প্রক্রিয়ায় নিজেদের পরিচয়ও প্রকাশ করতে চায়নি ওরা।

ওদের এ মনকাড়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন যিনি শুনেছেন তিনিই। তাদের বৃহৎ মনের এই তৎপরতা নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। #