
মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, সাপাহার (নওগাঁ), ৯ এপ্রিল ২০২০ :
নওগাঁর সাপাহার উপজেলার প্রধান প্রধান সড়কগুলোতে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার রয়েছে। জরুরী কাজ ছাড়া তেমন কাউকে ঘর থেকে বের হতে দেখা যাচ্ছেনা। বিশেষ কাজে ঘর থেকে যারা বের হয়েছেন তাদের মাস্ক ব্যবহার বাধ্যতা মূলক।
নিম্ন আয়ের মানুষের মধ্যে সরকার থেকে বরাদ্দ করা খাদ্য বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বাজার দর নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।
ওষুধের দোকান, শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া বাকি সব বন্ধ করে দেয়া হয়েছে।
করোনা সচেতনতার লক্ষে সাপাহার থানা পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল মানুষকে নিজে পরিবার ও দেশ সুরক্ষা নিশ্চিতে সকলকে ঘরে থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন।
তিনি বলেন, সরকারের গৃহীত সব ব্যবস্থা নিশ্চিত করতে দায়িত্বশীল প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ঝুঁকি এড়াতে সমাজে সচেতনতা, সতর্কতার বিকল্প নেই।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের উপর উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিতের দায়িত্ব আপনার আমার সকলের। কাজেই পুলিশ বাইরে আছে, আপনারা ঘরে থাকুন সুস্থ থাকুন ও নিভৃতে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন। স্বাস্থ্যবিধিসহ সরকারের সকল দিক নির্দেশনা মেনে চলুন। মনে রাখবেন এক জনের ভূলের মাসুল দিতে হতে পারে পুরো পরিবার ও সমাজকে। #