
মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৭ এপ্রিল ২০২০ :
মঙ্গলবার সকালে নওগাঁর মহাদেবপুরে করোনা সন্দেহে ২ জনের নমুনা (সোয়াপ) সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। নওগাঁর সিভিল সার্জন ডা: আ: ম: আখতারুজ্জামান আলাল এ তথ্য জানিয়ে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যেই পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।
এছাড়া উপজেলার সদর ইউনিয়নের দাউল বারবাকপুর গ্রামের সরদার পাড়ায় একজন গত ২ সপ্তাহ ধরে সর্দি জ্বর, গলা ব্যাথা ও কাশিতে ভোগায় তার বাড়ীর আশেপাশের ১২ টি বাড়ীর সব মানুষকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান মিলন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে মঙ্গলবার বিকেল ৪ টায় ইউএনও এ আদেশ দেন।
সিভিল সার্জন জানান, মহাদেবপুর ছাড়াও নওগাঁ সদর উপজেলা থেকে ৪ জন, রাণীনগর থেকে ৩ জন, আত্রাই থেকে ৩ জন, মান্দা থেকে ২ জন, সাপাহার থেকে ১ জন, পোরশা থেকে ৩ জন, পত্নীতলা থেকে ৩ জন, নিয়ামতপুর থেকে ৩ জন, ধামইরহাট থেকে ২ জন ও বদলগাছী থেকে ২ জনসহ জেলার ১১ টি উপজেলা থেকে মোট ২৮ জন সন্দহেভাজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তিনি জানান, এদের গড় বয়স ২৫ থেকে ৭০ বছরের মধ্যে এবং অধিকাংশই বিদেশ ফেরত। তাদের অল্প মাত্রায় সর্দি কাশির উপসর্গ রয়েছে।
এর আগে গত ৪ এপ্রিল জেলার ১০ টি উপজেলা থেকে মোট ১৬ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। পরীক্ষায় এদের কারও শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলেও তিনি জানান।
করোনাভাইরাস মোকাবেলায় তিনি সকলকে নিজ নিজ ঘরে অবস্থান করার আহ্বান জানান। #