
মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ) ৬ মার্চ ২০২০ :

সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুরে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: রবিউল আলম বুলেটের ব্যক্তিগত উদ্যোগে উপজেলা সদরের বাগানবাড়ীতে তার নিজ বাসভবনে খাবার বিতরণ করেন।

করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া ৩০০ মানুষের মধ্যে চাল, ডাল, তেল, আলু ও সাবান বিতরণ করা হয়।

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তিনি উপজেলার প্রত্যন্ত পল্লীর সকল নেতাকর্মীকে নিজ নিজ সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। #
