
মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩ এপ্রিল ২০২০ :
করোনাভাইরাসকে কেন্দ্র করে অভিনব প্রতারণার শিকার হয়েছেন নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউপি চেয়ারম্যান মেম্বার।
শুক্রবার দুপুরে তারা সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকেলে ০১৭৮৮-৬১৫৫১৮ নং মোবাইলফোন থেকে নিজেকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডিডিএলজি পরিচয় দিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউপি চেয়ারম্যান ও ১২ জন মেম্বারকে জানায় যে, পরদিন দুপুর সাড়ে ১২ টায় নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি জরুরী ভিত্তিতে ওই ইউনিয়নের কর্মহীন মানুষের মধ্যে খাবার বিতরণ করবেন। এজন্য চেয়ারম্যানকে ১০ জন এবং মেম্বারদেরকে ৫ জন করে তালিকা তৈরী করতে বলা হয়। ওই রাতেই ফোন করে তালিকার নাম শুনে নেয়। এক পর্যায়ে তাদেরকে জানানো হয় যে, চেয়ারম্যানকে ৩ লাখ টাকা ও প্রত্যেক মেম্বারকে ১ লাখ টাকা করে অনুদানের বিশেষ বরাদ্দ দেয়া হবে। এজন্য খরচের ১৫ পারসেন্ট টাকা ০১৮৭১-৫২৫৭৯৬ নম্বরে বিকাশ করে দিতে বলা হয়। প্রয়োজনে ০১৭৭৭-৩৪৪৬৪০ নম্বরে এডিসির সাথে কথা বলার পরামর্শ দেয়া হয়।
এই ঘটনার পর একাধিকবার মোবাইলফোনে কথা বলে কেউ কেউ টাকা বিকাশ করে দেন।
কিন্তু পরদিন তারা আর আসেননি। মোবাইলফোন নং গুলোও বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে জানতে পারেন যে, এডিসির কোন প্রোগ্রাম বা প্রকল্প নেই। ফোন নং গুলো জেলা প্রশাসনের কারও নয়। তারা বুঝতে পারেন যে, তারা অভিনব প্রতারণার শিকার হয়েছেন।
মহাদেবপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু জানান, প্রতারণার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানাননো হয়েছে।
ইউএনও মিজানুর রহমান মিলন জানান, বিষয়টি তদন্ত করে উদঘাটনের জন্য মহাদেবপুর থানার ওসিকে জানানো হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। #