নওগাঁ ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে কঠোর অবস্থানে প্রশাসন, পুলিশ, সেনা

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩ এপ্রিল ২০২০ :

সোসাল ডিস্ট্যান্সিং সামাজিক দূরত্ব বজায় রাখতে ও অপ্রয়োজনে বাড়ীর বাইরে না বেরুতে বৃহস্পতিবার থেকে সারা দেশের মত নওগাঁর মহাদেবপুরেও কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।

সকাল থেকে তারা উপজেলা সদর ও বিভিন্ন প্রত্যন্ত পল্লীতে গিয়ে জনবহুল অবস্থা দেখলেই এ্যাকশন শুরু করেছেন। তারা মাইকিং করে জনতাকে অবিলম্বে বাড়ী ফিরে যেতে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে এবং প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে না বেরুতে পরামর্শ দিয়ে প্রচারনা চালান।

প্রচারনা সত্ত্বেও যারা স্থানে স্থানে অযথা জমায়েত হয়েছে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে তাদেরকে বাড়ী পাঠিয়ে দিতে সক্ষম হয়েছেন।

উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাছের মোড়, ঘোষপাড়ার মোড়, হাসপাতাল মোড়, বকের মোড়, লিচুতলা, বরেন্দ্র মোড়, কুঞ্জবন, খাজুর প্রভৃতি স্থানে চলে এ্যাকশন।

বৃহস্পতিবার ছিল উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জে হাটবার। গত সপ্তাহে জমজমাট হাট চলেছে। থানা পুলিশ ও একদল সাংবাদিক অভিযান চালিয়েও তাদের রুখতে পারেননি। এসপ্তাহে পুলিশ লাঠি চার্জ করে হাট ভেঙ্গে দিতে সক্ষম হয়েছেন।

অনেকে বলেছেন, পুলিশের বেধড়ক লাঠিপেটায় অনেকে আহত হয়েছেন, কারও হাতও ভেঙ্গেছে। কিন্তু পুলিশের এই এ্যাকশনকে বেশীরভাগ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

পুলিশী এ্যাকশনের সুফল দেখা গেছে। শুক্রবার সকাল থেকে মহাদেবপুর উপজেলা সদর প্রায় লক। লোকজনের উপস্থিতি একেবারে কম। মোড়ে মোড়ে সারি করে রাখা সিএন্ডজি, চার্জারের দেখা নেই। দোকন পাট বেশীরভাগ বন্ধ।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ সুপার, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার প্রমুখ উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারনা চালান।

তারা করোনাভাইরাসকে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়াতেও হুঁশিয়ারী দেন।

প্রশাসন বেশ কিছুদিন ধরে প্রচারনা চালালেও উপজেলার সাধারণ মানুষ সেদিকে যেন কানই দেননি। কিন্তু অবশেষে তারা সরকারী নির্দেশনা মানতে বাধ্য হলেন প্রশাসনের ডাইরেক্ট এ্যাকশনে। #

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে কঠোর অবস্থানে প্রশাসন, পুলিশ, সেনা

প্রকাশের সময় : ০৯:১৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩ এপ্রিল ২০২০ :

সোসাল ডিস্ট্যান্সিং সামাজিক দূরত্ব বজায় রাখতে ও অপ্রয়োজনে বাড়ীর বাইরে না বেরুতে বৃহস্পতিবার থেকে সারা দেশের মত নওগাঁর মহাদেবপুরেও কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।

সকাল থেকে তারা উপজেলা সদর ও বিভিন্ন প্রত্যন্ত পল্লীতে গিয়ে জনবহুল অবস্থা দেখলেই এ্যাকশন শুরু করেছেন। তারা মাইকিং করে জনতাকে অবিলম্বে বাড়ী ফিরে যেতে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে এবং প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে না বেরুতে পরামর্শ দিয়ে প্রচারনা চালান।

প্রচারনা সত্ত্বেও যারা স্থানে স্থানে অযথা জমায়েত হয়েছে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে তাদেরকে বাড়ী পাঠিয়ে দিতে সক্ষম হয়েছেন।

উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাছের মোড়, ঘোষপাড়ার মোড়, হাসপাতাল মোড়, বকের মোড়, লিচুতলা, বরেন্দ্র মোড়, কুঞ্জবন, খাজুর প্রভৃতি স্থানে চলে এ্যাকশন।

বৃহস্পতিবার ছিল উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জে হাটবার। গত সপ্তাহে জমজমাট হাট চলেছে। থানা পুলিশ ও একদল সাংবাদিক অভিযান চালিয়েও তাদের রুখতে পারেননি। এসপ্তাহে পুলিশ লাঠি চার্জ করে হাট ভেঙ্গে দিতে সক্ষম হয়েছেন।

অনেকে বলেছেন, পুলিশের বেধড়ক লাঠিপেটায় অনেকে আহত হয়েছেন, কারও হাতও ভেঙ্গেছে। কিন্তু পুলিশের এই এ্যাকশনকে বেশীরভাগ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

পুলিশী এ্যাকশনের সুফল দেখা গেছে। শুক্রবার সকাল থেকে মহাদেবপুর উপজেলা সদর প্রায় লক। লোকজনের উপস্থিতি একেবারে কম। মোড়ে মোড়ে সারি করে রাখা সিএন্ডজি, চার্জারের দেখা নেই। দোকন পাট বেশীরভাগ বন্ধ।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ সুপার, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার প্রমুখ উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারনা চালান।

তারা করোনাভাইরাসকে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়াতেও হুঁশিয়ারী দেন।

প্রশাসন বেশ কিছুদিন ধরে প্রচারনা চালালেও উপজেলার সাধারণ মানুষ সেদিকে যেন কানই দেননি। কিন্তু অবশেষে তারা সরকারী নির্দেশনা মানতে বাধ্য হলেন প্রশাসনের ডাইরেক্ট এ্যাকশনে। #