নওগাঁ ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে সোসাল ডিস্ট্যান্সিং পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩ এপ্রিল ২০২০ :

বৃহস্পতিবার বিকেলে নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদের নেতৃত্বে একটি ভিজিলেন্স টিম নওগাঁর মহাদেবপুরে সোসাল ডিস্ট্যান্সিং পরিদর্শন করেছেন।

টিমে অন্যদের মধ্যে তার সঙ্গে ছিলেন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিঞা বিপিএম, ১০ বিআইআর এর সিও লে: কর্ণেল গোলাম মাবুদ হাসান পিএসসি, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিক চৌধুরী প্রমুখ।

টিমটি মহাদেবপুর উপজেলা সদরে আসলে তাদের সাথে যোগ দেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসক উপজেলা সদরের মাছের মোড়, বকের মোড় প্রভৃতি স্থানে উপস্থিত জনতাকে সোসাল ডিস্ট্যান্সিং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে ও বাড়ীতে অবস্থানের পরামর্শ দেন।

তিনি জানান, নওগাঁয় ২০ টি ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনীর আটটি পেট্রোল টিম এবং পুলিশের পক্ষ থেকে ব্যাপক অভিযান পরিচালনা শুরু হয়েছে। সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। সবার সুরক্ষা নিশ্চিত করতে এমন কঠোর পদপে গ্রহণ করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সেনাবাহিনীর প থেকে সামাজিক দুরত্ব বজায় রাখতে মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দিয়ে প্রচারনা চালান।

করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন কেউ বাড়াতে না পারেন, সে বিষয়টিও তাঁরা নিশ্চিত করছেন।

সকালে যৌথ টিমটি বের হয়ে একে একে নওগাঁ শহর, বদলগাছী, ধামইহাট, পত্নীতলা হয়ে বিকেলে মহাদেবপুর আসে। পরে তারা নওগাঁর দিকে চলে যান। #

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে সোসাল ডিস্ট্যান্সিং পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০৬:৩২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩ এপ্রিল ২০২০ :

বৃহস্পতিবার বিকেলে নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদের নেতৃত্বে একটি ভিজিলেন্স টিম নওগাঁর মহাদেবপুরে সোসাল ডিস্ট্যান্সিং পরিদর্শন করেছেন।

টিমে অন্যদের মধ্যে তার সঙ্গে ছিলেন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিঞা বিপিএম, ১০ বিআইআর এর সিও লে: কর্ণেল গোলাম মাবুদ হাসান পিএসসি, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিক চৌধুরী প্রমুখ।

টিমটি মহাদেবপুর উপজেলা সদরে আসলে তাদের সাথে যোগ দেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসক উপজেলা সদরের মাছের মোড়, বকের মোড় প্রভৃতি স্থানে উপস্থিত জনতাকে সোসাল ডিস্ট্যান্সিং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে ও বাড়ীতে অবস্থানের পরামর্শ দেন।

তিনি জানান, নওগাঁয় ২০ টি ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনীর আটটি পেট্রোল টিম এবং পুলিশের পক্ষ থেকে ব্যাপক অভিযান পরিচালনা শুরু হয়েছে। সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। সবার সুরক্ষা নিশ্চিত করতে এমন কঠোর পদপে গ্রহণ করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সেনাবাহিনীর প থেকে সামাজিক দুরত্ব বজায় রাখতে মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দিয়ে প্রচারনা চালান।

করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন কেউ বাড়াতে না পারেন, সে বিষয়টিও তাঁরা নিশ্চিত করছেন।

সকালে যৌথ টিমটি বের হয়ে একে একে নওগাঁ শহর, বদলগাছী, ধামইহাট, পত্নীতলা হয়ে বিকেলে মহাদেবপুর আসে। পরে তারা নওগাঁর দিকে চলে যান। #