নওগাঁ ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে সেনাবাহিনীর প্রচারাভিযান

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২ এপ্রিল ২০২০ :

বুধবার বিকেলে নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ টিম করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে উপজেলা সদরের বিভিন্ন স্থানে প্রচারাভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান মিলনের নেতৃত্বে সেনা ও পুলিশ টিম উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিয়ে হাটুরেদের বাড়ী ফিরে যাবার আহ্বান জানান। করোনাভাইরাস মোবাকিলায় ঘরে থাককে উদ্বুদ্ধ করেন।

‘বিদেশ ফেরত এলাম যারা-কোয়ারেন্টাইন থাকবো তারা, জাগাও চেতনা জাগাও বোধ-করবো করোনা প্রতিরোধ’ সামাজিক দুরত্ব বজায় রেখে নিজে বাচুন ও অন্যকে ভাল থাকতে দিন এমন প্রচার চালানো হয়।

তারা জানিয়ে দেন যে, সকলকে বাড়ী থাকতে হবে এবং এজন্য বৃহস্পতিবার থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রচারাভিযানে অংশ নেন। #

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে সেনাবাহিনীর প্রচারাভিযান

প্রকাশের সময় : ০১:০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২ এপ্রিল ২০২০ :

বুধবার বিকেলে নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ টিম করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে উপজেলা সদরের বিভিন্ন স্থানে প্রচারাভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান মিলনের নেতৃত্বে সেনা ও পুলিশ টিম উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিয়ে হাটুরেদের বাড়ী ফিরে যাবার আহ্বান জানান। করোনাভাইরাস মোবাকিলায় ঘরে থাককে উদ্বুদ্ধ করেন।

‘বিদেশ ফেরত এলাম যারা-কোয়ারেন্টাইন থাকবো তারা, জাগাও চেতনা জাগাও বোধ-করবো করোনা প্রতিরোধ’ সামাজিক দুরত্ব বজায় রেখে নিজে বাচুন ও অন্যকে ভাল থাকতে দিন এমন প্রচার চালানো হয়।

তারা জানিয়ে দেন যে, সকলকে বাড়ী থাকতে হবে এবং এজন্য বৃহস্পতিবার থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রচারাভিযানে অংশ নেন। #