মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৮ মার্চ ২০২০ :
মঙ্গলবার সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে নওগাঁর মহাদেবপুর উপজেলা যুবলীগের উদ্যোগে র্যালী, পুষ্পস্তবক অর্পণ, হাত ধোয়া, মাস্ক বিতরণ, কেক কাটা ও দোওয়া মাহফিলের আয়োজন করা হয়।
যুবলীগ নেতা মাসুদুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার সদরের ইউনিয়ন পরিষদের সামনে তার কার্যালয় থেকে বের হয়ে মডেল স্কুলের মোড়ে স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়। সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে সেখানে উপস্থিত জনতার হাত সাবান দিয়ে ধুয়ে দেওয়া হয় ও তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। স্মৃতি সৌধের বেদীতে বঙ্গবন্ধুর জন্ম দিবসের বিশাল কেক কাটা হয়। শেষে মুনাজাত পরিচালনা করা হয়।
অন্যদের মধ্যে প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সেরাতুন্নবী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিপন বিশ্বাস রিপন ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগ নেতারা এতে অংশ নেন। #