মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৮ মার্চ ২০২০ :
বুধবার বেলা ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নওগাঁর মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট ও মাস্ক বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা সদরের বকের মোড় থেকে মহাদেবপুর হাটে হাটুরেদের মধ্যে এবং বাজার ও থানার মোড় পর্যন্ত সর্বস্তরের জনতার মধ্যে এসব বিতরণ করা হয়।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা প্রতিরোধে সকলকেই সচেতন হতে হবে। তিনি সকলকে বাইরে বের হবার সময় মাস্ক ব্যবহার ও খাবার আগে হাত ভাল করে সাবান দিয়ে পরিষ্কার করার আহ্বান জানান।
অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, মহাদেবপুর প্রেসকাবের সভাপতি গৌতম কুমার মহন্ত, সিনিয়র সহ সভাপতি কিউ,এম,সাঈদ টিটো, প্রচার সম্পাদক আমিনুর রহমান খোকন, দপ্তর সম্পাদক ওয়াসিম আলী, খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তনু কুমার দেব, তৌহিদুর রহমান, পাভেল, শিক্ষক বানী ইসরাইল, রঞ্জন কুমার মন্ডল, হামিদুর রহমান প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন। #