মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, নওগাঁ, ২২ সেপ্টেম্বর ২০১৯ :
শনিবার দুপুরে নওগাঁ শহরের ঐতিহ্যবাহী কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নওগাঁ-৫ (সদর) আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুলিশ সুপার মো: আব্দুল মান্নান মিঞা বিপিএম এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নওগাঁ জেলা প্রশাসক মো: হারুন-অর-রশীদ এতে সভাপতিতু¦ করেন।
অন্যদের মধ্যে, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী প্রমুখ এতে উপস্থিত ছিলেন। #