মহাদেবপুর দর্পণ, এম,এ,মালেক, ধামইরহাট (নওগাঁ), ১৬ মার্চ ২০২০ :
নওগাঁর ধামইরহাট উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দেখাবো আলোর পথ’ এর উদ্যোগে সোমবার বেলা ১১ টায় করোনা ভাইরাস প্রতিরোধে বিদ্যালয়ের ৫১০ জন শিক্ষার্থীর মধ্যে মাস্ক বিতরণের আয়োজন করা হয়।
উপজেলার হরিতকীডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব মাস্ক বিতরণ করা হয়।
এ উপলক্ষে ভাইরাস বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিদ্যালয়গুলোতে আলোচনা সভারও আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরিস্কার পরিচ্ছন্ন থাকা, হাত দিয়ে চোখ-মুখ স্পর্শ না করাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।
সংগঠনের সভাপতি মেহেদী হাসান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র, সহকারী শিক্ষক জয়নুল ইসলাম, আনোয়ারা বেগম, দেখাবো আলোর পথের সদস্য রাজু, সাইদ কবির, লিটন, জাহিদ প্রমুখ। #