মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৬ মার্চ ২০২০ :
অপরাধ দমন, মাদক নির্মূল প্রভৃতি সার্বিক বিষয়ে এবার নওগাঁ জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মহাদেবপুর।
মহাদেবপুর থানার অফিসার ইনচাজ ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, গত রবিবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক সভায় জেলার ১১ টি থানা পুলিশের গত ফেব্রুয়ারী মাসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে মহাদেবপুর থানাকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। এর স্বীকৃতিস্বরুপ মহাদেবপুর থানার ওসির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান বিপিএম।
এসময় পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, সহকারি পুলিশ সুপার সুরাইয়া আক্তার, জেলার ১১ থানার ওসি প্রমুখ উপস্থিত ছিলেন। #