মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২ মার্চ ২০২০ :
রবিবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বীমা দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে বিভিন্ন বীমা কোম্পানীর সদস্য ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম প্রমুখ।