মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২ ফেব্রুয়ারী ২০২০ :
শনিবার দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুরের ৫ টি প্রেসক্লাব বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে উপজেলায় কর্মরত সকল সাংবাদিককে নিয়ে একটিমাত্র প্রেসক্লাব গঠনের লক্ষে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদনের আহ্বানে তার অফিস কক্ষে উপজেলায় কর্মরত বিভিন্ন গ্রুপের সাংবাদিকদের এক সমাবেশের আয়োজন করা হয়।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি এবং জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মঈনুল ইসলাম ময়েন, সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ১৯৮৫ সালে গঠিত মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক মহাদেবপুর দর্পণের সম্পাদক সিনিয়র সাংবাদিক কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর দর্পণের বার্তা সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি বরুণ মজুমদার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম সংবাদের সম্পাদক এস,এম,আজাদ হোসেন মুরাদ, অসিত দাস, ইউসুফ আলী সুমন প্রমুখ।
সমাবেশে সর্বসম্মতিক্রমে উপজেলার ৫ টি প্রেসক্লাব বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন প্রেসক্লাব গঠনের লক্ষে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে একটি প্রেসক্লাবের নামকরণ, সংবিধান প্রণয়ন, নতুন সদস্য ভর্তি, ভোটার তালিকা তৈরী, নির্বাচন কমিশন গঠন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করবে।
কমিটির কর্মকর্তারা হলেন, অনারেরী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মঈনুল ইসলাম ময়েন, যুগ্ম আহ্বায়কবৃন্দ কিউ,এম,সাঈদ টিটো, গোলাম রসুল বাবু, আজাদুল ইসলাম আজাদ, গৌতম কুমার মহন্ত, বরুণ মজুমদার, এস,এম,আজাদ হোসেন মুরাদ, কাজী সামছুজ্জোহা মিলন, সাখাওয়াত হোসেন, আক্কাস আলী ও আইনুল ইসলাম।
প্রধান অতিথি প্রেসক্লাবের জন্য একটি নতুন ভবন নির্মাণের আশ্বাস দেন। #