নওগাঁ ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পোরশায় তুলা চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মহাদেবপুর দর্পণ, এম,রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ), ৩০ জানুয়ারী ২০২০ :

বৃহস্পতিবার বিকেলে নওগাঁর পোরশা উপজেলার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে তুলা উন্নয়ন বোর্ড পোরশা ইউনিটের উদ্যোগে সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প ফেজ-১ এর অর্থায়নে রাজশাহী জোনের বাস্তবায়নে সাধারণ তুলাচাষীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলার অর্ধশত সাধারণ তুলা চাষী প্রশিক্ষণে অংশ নেন।

সম্প্রসারিত তুলাচাষ প্রকল্প ফেজ-১ এর প্রকপ্ল পরিচালক কৃষিবিদ ড. গাজী গোলাম মর্তজা এতে প্রধান অতিথি এবং তুলা উন্নয়ন বোর্ড রাজশাহী জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোজাদ্দীদ আল শামীম এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

স্থানীয় তুলা চাষী হাফেজ আতিকুর রহমান এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পোরশা ইউনিট কর্মকর্তা আবু মোন্নাফ খন্দকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম রইচ উদ্দিন, বিশিষ্ট তুলা চাষী মোবাশ্যের হোসেন, জাকারিয়া ও মোজাম্মেল হক। #

আপলোডকারীর তথ্য

পোরশায় তুলা চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০১:৫৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০

মহাদেবপুর দর্পণ, এম,রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ), ৩০ জানুয়ারী ২০২০ :

বৃহস্পতিবার বিকেলে নওগাঁর পোরশা উপজেলার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে তুলা উন্নয়ন বোর্ড পোরশা ইউনিটের উদ্যোগে সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প ফেজ-১ এর অর্থায়নে রাজশাহী জোনের বাস্তবায়নে সাধারণ তুলাচাষীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলার অর্ধশত সাধারণ তুলা চাষী প্রশিক্ষণে অংশ নেন।

সম্প্রসারিত তুলাচাষ প্রকল্প ফেজ-১ এর প্রকপ্ল পরিচালক কৃষিবিদ ড. গাজী গোলাম মর্তজা এতে প্রধান অতিথি এবং তুলা উন্নয়ন বোর্ড রাজশাহী জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোজাদ্দীদ আল শামীম এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

স্থানীয় তুলা চাষী হাফেজ আতিকুর রহমান এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পোরশা ইউনিট কর্মকর্তা আবু মোন্নাফ খন্দকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম রইচ উদ্দিন, বিশিষ্ট তুলা চাষী মোবাশ্যের হোসেন, জাকারিয়া ও মোজাম্মেল হক। #