মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ৩০ জানুয়ারী ২০২০ :
বৃহস্পতিবার বিকেলে নওগাঁ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নিজস্ব প্রাঙ্গনে দু:স্থদের মধ্যে ৮০০ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে সংগঠনের জেলা ইউনিটের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এ,কে,এম,ফজলে রাব্বী বকু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল ও চাদর বিতরণ করেন।
এসময় অন্যদের মধ্যে ইউনিটের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর এ,কে,এম নাজমুল হক মন্টু, কার্যকরী সদস্য ও জেলা এ্যাডভোকেট বারের সভাপতি সরদার সালাহ উদ্দীন মিন্টু, সাবেক অধ্যক্ষ মাহফিজার রহমান, বিভাষ মজুমদার গোপাল, জাহাঙ্গীর আলম, প্রতাপ চন্দ্র সরকার, নারগিস বানু, ইউনিট কর্মকর্তা নাজমুল সাহাদতসহ ইউনিটের স্বেচ্ছাসেবক কর্মীরা উপস্থিত ছিলেন।#