মহাদেবপুর দর্পণ, এম,এ,মালেক, ধামইরহাট (নওগাঁ), ২২ জানুয়ারী ২০২০ :
বুধবার বিকেলে নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী কালুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও প্রীতি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বিজিবির ১৪ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দেন ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এএসএম রবিউল হাসান। অপরদিকে ১৩ সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন ১৩৭ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট গাজরাজ ইয়াদব।
সৌজন্য বৈঠকে দুই দেশের সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।
পরে প্রীতি ভলিবল প্রতিযোগিতায় বিএসএফ দল বিজয়ী হয়।
অন্যদের মধ্যে ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ওবায়দুল হক সরকার, ধামইরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তাদিরুল হকসহ সীমান্তবর্তী এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ ও শিশু খেলা উপভোগ করেন। #