মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২২ জানুয়ারী ২০২০ :
বুধবার বেলা ১১ টায় নওগাঁ শহরের লোহাপট্টি কাঁচা বাজারের সামনে নবীন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে দু:স্থ, অসহায়, প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২শ’ দু:স্থের মধ্যে কম্বল বিতরণ করেন।
অন্যান্যের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নি শর্মা, সাংগঠনিক সম্পাদক লাবনী রানী সাহা, নবীন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শামিমা হোসেন, তানিয়া ফেরদৌসি, রেশমা প্রমুখ উপস্থিত ছিলেন। #