মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২১ জানুয়ারী ২০২০ :
মঙ্গলবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথানে উদয়ন সমিতির উদ্যোগে দু:স্থ মহিলাদের মধ্যে বিনামূল্যে ভেড়া বিতরণের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এনজিও বিএনএফ এর অর্থায়নে ৩০ জন দু:স্থ মহিলারর মধ্যে ৬০ টি ভেড়া ও শুকনা খাবার বিতরণ করেন।
মহিষবাথান উদয়ন কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ জিল্লুর রহমান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সমিতির নির্বাহী পরিচালক মো: ফজলুর হক মোল্লা, ম্যানেজার দুরুল হুদা, অফিস সহকারী সাইদুর রহমান, সদস্য আব্দুর রব, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: খুরশীদ আলম, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম প্রমুখ। #