মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২১ জানুয়ারী ২০২০ :
মঙ্গলবার দপুরে নওগাঁ শহরের পিটিআই স্কুল মাঠে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বাণিজ্যমন্ত্রী, প্রয়াত জননেতা আব্দুল জলিলের ৮১তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ’ দু:স্থের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া বিপিএম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্রগুলো বিতরণ করেন।
ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও সভাপতি তাজুল ইসলাম তোতা এতে সভাপতিত্ব করেন।
সড়ক ও জনপদ বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভাষ চন্দ্র মজুমদার গোপাল, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহরাওয়ার্দী হোসেন প্রমুখ এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। #