মহাদেবপুর দর্পণ, এম,রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ), ২১ জানুয়ারী ২০২০ :
মঙ্গলবার ভোরে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পোরশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: তবিবুর রহমান শাহ্ চৌধুরী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার বিকালে পোরশা সদরের দক্ষিণ পুরইল গ্রামে নিজ বাসভবনে অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত তিনটায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার আসরের নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোফাজ্জল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। #