নওগাঁ ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

জীবিত আছিয়াদের নিরাপত্তার দাবিতে নওগাঁয় স্কুল ছাত্রী ফাতেমার অবস্থান

মহাদেবপুর দর্পণ, নওগাঁ, ১৮ মার্চ ২০২৫ : মুখে কালো কাপড় বেঁধে প্লাকার্ড হাতে স্কুল শিক্ষার্থী ফাতেমা ছোঁয়া—ছবি : অন্তর আহমেদ

মহাদেবপুর দর্পণ, অন্তর আহমেদ, নওগাঁ, ১৮ মার্চ ২০২৫ :

সারাদেশে জীবিত আছিয়াদের নিরাপত্তার দাবিতে নওগাঁয় ফাতেমা ছোঁয়া নামে এক স্কুল ছাত্রী অবস্থান কর্মসূচি পালন করেছেন। তিনি জেলা শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৭টা থেকে নওগাঁ জেলা শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি জ্বালিয়ে মুখে কালো কাপড় বেঁধে “জীবিত আছিয়াদের মুক্তি দেবে কে?” শিরোনামের প্রতিবাদী প্লাকার্ড হাতে দেড় ঘন্টাকাল অবস্থান করেন। এসময় আশেপাশে উৎসুক জনতার ভীড় পরিলক্ষিত হয়।

সাম্প্রতিক সময়ে মাগুড়ার আছিয়া ও সারাদেশে আশঙ্কাজনক হারে শিশু ধর্ষণ বেড়ে যাবার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। সেখানে উপস্থিত প্রতিবাদী ফাতেমা ছোঁয়ার বাবা জনপ্রিয় ব্যান্ড যাযাবর এর সঙ্গীত শিল্পী ক্যাপ্টেন বলেন, ‘আমার আপনার বাচ্চা নিরাপদ নয়। প্রতিনিয়ত ভয় কাজ করে। মাত্র কয়েক দিনের ব্যবধানে আমরা দেখেছি সারা দেশের বিভিন্ন জেলায় শিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছেন। আর কতো? আমরা আর কতো প্রাণ হারাতে দেখবো? আর কবেই বা আমার আপনার সন্তানর ভয়মুক্ত সত্যিকারের স্বাধীন দেশ পাবে। স্বাধীন বাংলায় কোন ধর্ষকের স্থান নাই। আমরা আছিয়ার কাছে ক্ষমা প্রার্থী। জীবিত আর কোন আছিয়াকে আমরা হারাতে চাইনা।
দ্রুত ধর্ষকদের বিচারকার্য শেষ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হোক এমনটায় আমার চাওয়া।’

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

জীবিত আছিয়াদের নিরাপত্তার দাবিতে নওগাঁয় স্কুল ছাত্রী ফাতেমার অবস্থান

প্রকাশের সময় : ০২:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

মহাদেবপুর দর্পণ, অন্তর আহমেদ, নওগাঁ, ১৮ মার্চ ২০২৫ :

সারাদেশে জীবিত আছিয়াদের নিরাপত্তার দাবিতে নওগাঁয় ফাতেমা ছোঁয়া নামে এক স্কুল ছাত্রী অবস্থান কর্মসূচি পালন করেছেন। তিনি জেলা শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৭টা থেকে নওগাঁ জেলা শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি জ্বালিয়ে মুখে কালো কাপড় বেঁধে “জীবিত আছিয়াদের মুক্তি দেবে কে?” শিরোনামের প্রতিবাদী প্লাকার্ড হাতে দেড় ঘন্টাকাল অবস্থান করেন। এসময় আশেপাশে উৎসুক জনতার ভীড় পরিলক্ষিত হয়।

সাম্প্রতিক সময়ে মাগুড়ার আছিয়া ও সারাদেশে আশঙ্কাজনক হারে শিশু ধর্ষণ বেড়ে যাবার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। সেখানে উপস্থিত প্রতিবাদী ফাতেমা ছোঁয়ার বাবা জনপ্রিয় ব্যান্ড যাযাবর এর সঙ্গীত শিল্পী ক্যাপ্টেন বলেন, ‘আমার আপনার বাচ্চা নিরাপদ নয়। প্রতিনিয়ত ভয় কাজ করে। মাত্র কয়েক দিনের ব্যবধানে আমরা দেখেছি সারা দেশের বিভিন্ন জেলায় শিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছেন। আর কতো? আমরা আর কতো প্রাণ হারাতে দেখবো? আর কবেই বা আমার আপনার সন্তানর ভয়মুক্ত সত্যিকারের স্বাধীন দেশ পাবে। স্বাধীন বাংলায় কোন ধর্ষকের স্থান নাই। আমরা আছিয়ার কাছে ক্ষমা প্রার্থী। জীবিত আর কোন আছিয়াকে আমরা হারাতে চাইনা।
দ্রুত ধর্ষকদের বিচারকার্য শেষ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হোক এমনটায় আমার চাওয়া।’