নওগাঁ ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ফাসিবাদের আমলনামা : মহাদেবপুরে নদী দখল করে ভবন নির্মাণ

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ২২ নভেম্বর ২০২৪ : আত্রাই নদীর বালুচর দখল করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে---ছবি : সাঈদ টিটো

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২২ নভেম্বর ২০২৪ :
নওগাঁর মহাদেবপুরে সরকারি খাস খতিয়ানভূক্ত আত্রাই নদীর বালুচর জবরদখল করে একের পর এক বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এই অপকর্ম চালিয়ে গেলেও প্রশাসন এর বিরুদ্ধে কোনই ব্যবস্থা গ্রহণ করেনি।
স্থানীয়রা অভিযোগ করেন যে, উপজেলা সদরের নতুন ব্রীজের পূর্বপাড় সংলগ্ন ৩০ শতক জমি সরকারি খাস খতিয়ানভূক্ত বালুচর। এই জমি মহাদেবপুর উপজেলা সদরের বকের মোড়ের সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত আবুল কাসেমের ছেলে মামুন জবরদখল করে বহুতল ভবন নির্মাণ করেন। এব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দেখা গেছে, নিয়ম ভেঙ্গে আত্রাই নদীর উপর নির্মিত নতুন ব্রীজ ঘেঁষে এই ভবন নির্মাণ করা হয়েছে। ফলে ব্রীজটিও হুমকির মুখে রয়েছে। স্থানীয়রা অবিলম্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়েছেন। এব্যাপারে বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে।
জানতে চাইলে অভিযুক্ত মামুন জানান, ওই জমি মৎস্যজীবী সমিতির নামে পত্তন দেয়া হয়েছে। তাদের কাছ থেকে তিনি কিনে নিয়েছেন। তবে তিনি এসংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
বিষয়টি জানতে মহাদেবপুর সদর ইউনিয়ন ভূমি অফিসে গেলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিনারুল ইসলাম নথিপত্র পর্যালোচনা করে জানান, ওই জমি সরকারি ১নং খাস খতিয়ানভূক্ত এবং ৪০২ দাগে ৩০ শতক সম্পত্তি সরকারি বালুচর। এই জমি পত্তনযোগ্য নয় এবং কাউকে পত্তনও দেয়া হয়নি।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জানান, সরকারি সম্পত্তি দখল করে থাকলে তদন্ত করে এব্যাপারে একটি উচ্ছেদ মামলা রেকর্ড করে তা উদ্ধার করা হবে।
আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

ফাসিবাদের আমলনামা : মহাদেবপুরে নদী দখল করে ভবন নির্মাণ

প্রকাশের সময় : ১১:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২২ নভেম্বর ২০২৪ :
নওগাঁর মহাদেবপুরে সরকারি খাস খতিয়ানভূক্ত আত্রাই নদীর বালুচর জবরদখল করে একের পর এক বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এই অপকর্ম চালিয়ে গেলেও প্রশাসন এর বিরুদ্ধে কোনই ব্যবস্থা গ্রহণ করেনি।
স্থানীয়রা অভিযোগ করেন যে, উপজেলা সদরের নতুন ব্রীজের পূর্বপাড় সংলগ্ন ৩০ শতক জমি সরকারি খাস খতিয়ানভূক্ত বালুচর। এই জমি মহাদেবপুর উপজেলা সদরের বকের মোড়ের সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত আবুল কাসেমের ছেলে মামুন জবরদখল করে বহুতল ভবন নির্মাণ করেন। এব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দেখা গেছে, নিয়ম ভেঙ্গে আত্রাই নদীর উপর নির্মিত নতুন ব্রীজ ঘেঁষে এই ভবন নির্মাণ করা হয়েছে। ফলে ব্রীজটিও হুমকির মুখে রয়েছে। স্থানীয়রা অবিলম্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়েছেন। এব্যাপারে বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে।
জানতে চাইলে অভিযুক্ত মামুন জানান, ওই জমি মৎস্যজীবী সমিতির নামে পত্তন দেয়া হয়েছে। তাদের কাছ থেকে তিনি কিনে নিয়েছেন। তবে তিনি এসংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
বিষয়টি জানতে মহাদেবপুর সদর ইউনিয়ন ভূমি অফিসে গেলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিনারুল ইসলাম নথিপত্র পর্যালোচনা করে জানান, ওই জমি সরকারি ১নং খাস খতিয়ানভূক্ত এবং ৪০২ দাগে ৩০ শতক সম্পত্তি সরকারি বালুচর। এই জমি পত্তনযোগ্য নয় এবং কাউকে পত্তনও দেয়া হয়নি।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জানান, সরকারি সম্পত্তি দখল করে থাকলে তদন্ত করে এব্যাপারে একটি উচ্ছেদ মামলা রেকর্ড করে তা উদ্ধার করা হবে।