
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৪ অক্টোবর ২০২৪ :
নওগাঁর মহাদেবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া মহাদেবপুরের বীর সন্তান আস সবুর ও মাহফুজুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে স্থানীয় কলেজ মাঠে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন।
এসময় উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, আয়োজক সহযোগী শাহাদৎ হোসেন, মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোবারক আলী, ক্রীড়া সংগঠক জাহিদুল ইসলাম প্রমুখ তার সঙ্গে ছিলেন।
