নওগাঁ ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তন্ময় আটক

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৭ অক্টোবর ২০২৪ :

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার এজাহারভূক্ত আসামী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় হোসেনকে (২২) আটক করেছে। তিনি উপজেলা সদরের কলোনীপাড়ার সামির খানের ছেলে। সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে থানা পুলিশ মহাদেবপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, গত ৫ আগস্ট দুপুরে ছাত্রজনতার আন্দোলন চলাকালে মিছিলে হামলার দায়ে গত সপ্তাহে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের ডিমজাউন গ্রামের ইউনুস আলীর ছেলে আনোয়ার হোসেন বাদি হয়ে আওয়ামী লীগের ১৪৮ জন নেতাকর্মীর নাম উল্লেখে আরো অজ্ঞাতনামা ৩০০/৩৫০ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। আটক তন্ময় এই মামলার এজাহারভূক্ত ১৪৪ নং আসামী। মামলার তদন্তকারী কর্মকর্তা মহাদেবপুর থানার এসআই মনোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে আটক করেন।

এরআগে মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলকে এই মামলায় আটক দেখানো হয়। নওগাঁ সদর থানায় দায়ের করা জেলা বিএনপির অফিস পোড়ানো ও ভাংচুরের মামলায় গত ২৫ সেপ্টেম্বর পুলিশ সাঈদ হাসান তরফদারকে আটক করে। এই মামলায় তার জামিন হলে মহাদেবপুরের মামলায় তাকে জেল গেট থেকে আবার আটক করা হয়। রোববার এই মামলায়ও আদালত তার জামিন মঞ্জুর করলে তিনি জেল থেকে ছাড়া পান। এদিন সাঈদ হাসান তরফদার শাকিলের সাথে আরও এক আসামী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তারও জামিন মঞ্জুর করেন।

সংশ্লিষ্টরা জানান, সোমবার (৭ অক্টোবর) এই আদালতে এই মামলার আরো ৫৩ জন আসামী হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক শুনানী অন্তে তাদের সকলের জামিন মঞ্জুর করার মৌখিক আদেশ দেন। আসামীরা আদালতের কাঠগড়া থেকে নেমে গেলে বিএনপিপন্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থক আইনজীবিরা জামিনের বিরোধিতা করলে বিজ্ঞ বিচারক নথি ফেরৎ দেন। এনিয়ে আদালত পাড়ায় দারুন তোলপাড় শুরু হয়। বিষয়টি এখন নওগাঁর ট্যক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

মহাদেবপুরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তন্ময় আটক

প্রকাশের সময় : ০১:৩২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৭ অক্টোবর ২০২৪ :

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার এজাহারভূক্ত আসামী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় হোসেনকে (২২) আটক করেছে। তিনি উপজেলা সদরের কলোনীপাড়ার সামির খানের ছেলে। সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে থানা পুলিশ মহাদেবপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, গত ৫ আগস্ট দুপুরে ছাত্রজনতার আন্দোলন চলাকালে মিছিলে হামলার দায়ে গত সপ্তাহে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের ডিমজাউন গ্রামের ইউনুস আলীর ছেলে আনোয়ার হোসেন বাদি হয়ে আওয়ামী লীগের ১৪৮ জন নেতাকর্মীর নাম উল্লেখে আরো অজ্ঞাতনামা ৩০০/৩৫০ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। আটক তন্ময় এই মামলার এজাহারভূক্ত ১৪৪ নং আসামী। মামলার তদন্তকারী কর্মকর্তা মহাদেবপুর থানার এসআই মনোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে আটক করেন।

এরআগে মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলকে এই মামলায় আটক দেখানো হয়। নওগাঁ সদর থানায় দায়ের করা জেলা বিএনপির অফিস পোড়ানো ও ভাংচুরের মামলায় গত ২৫ সেপ্টেম্বর পুলিশ সাঈদ হাসান তরফদারকে আটক করে। এই মামলায় তার জামিন হলে মহাদেবপুরের মামলায় তাকে জেল গেট থেকে আবার আটক করা হয়। রোববার এই মামলায়ও আদালত তার জামিন মঞ্জুর করলে তিনি জেল থেকে ছাড়া পান। এদিন সাঈদ হাসান তরফদার শাকিলের সাথে আরও এক আসামী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তারও জামিন মঞ্জুর করেন।

সংশ্লিষ্টরা জানান, সোমবার (৭ অক্টোবর) এই আদালতে এই মামলার আরো ৫৩ জন আসামী হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক শুনানী অন্তে তাদের সকলের জামিন মঞ্জুর করার মৌখিক আদেশ দেন। আসামীরা আদালতের কাঠগড়া থেকে নেমে গেলে বিএনপিপন্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থক আইনজীবিরা জামিনের বিরোধিতা করলে বিজ্ঞ বিচারক নথি ফেরৎ দেন। এনিয়ে আদালত পাড়ায় দারুন তোলপাড় শুরু হয়। বিষয়টি এখন নওগাঁর ট্যক অব দ্য টাউনে পরিণত হয়েছে।