নওগাঁ ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সংবাদ প্রকাশের পর মান্দা উপজেলা প্রশাসনের আত্রাই নদী দখলদারমুক্ত করার উদ্যোগ

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ১৭ জানুয়ারী ২০২০ :

বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে নওগাঁর মান্দা উপজেলা প্রশাসন আত্রাই নদী দখলদারমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে।

গত ১৪ জানুয়ারী মঙ্গলবার মান্দায় নদী দখল করে অর্ধশতাধিক মৎস্য ঘের, প্রশাসন নিরব http://mohadevpurdorpan24.com/?p=1626 শিরোনামে মহাদেবপুর দর্পণে ‍‍‍‌‌‌‌এবং অন্যান্য সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এরই উপজেলা প্রশাসন পরদিন থেকেই নদী দখলদারমুক্ত করতে অভিযান শুরু করে। ইতিমধ্যেই নদীর বেশকিছু ঘের থেকে জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে, অপসারণ করা হয়েছে ঘের থেকে গাছের কাটা ডালপালা ও বাঁশের বেড়া।

প্রকাশিত সংবাদে বলা হয়, চলতি মৌসুমে অবৈধভাবে আত্রাই নদী দখল করে অর্ধ শতাধিক মৎস্য ঘের তৈরি করে কিছু অসাধু ব্যক্তি। মৎস্য ঘেরের নামে গাছের কাটা ডালপালা নামিয়ে ও বাঁশের বেড়া দিয়ে নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। সম্প্রতি উপজেলা আইন-শৃঙ্খলা সভার সিদ্ধান্তের পর ঘেরগুলো থেকে গাছের ডালপালা ও বাঁশের বেড়া সরিয়ে নেয়ার জন্য নদী এলাকায় মাইকিং করে উপজেলা মৎস্য দপ্তর।

কিন্তু মৎস্য দপ্তরের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এসব ঘেরে জাল নামিয়ে মাছ শিকার শুরু করেন দখলদাররা। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসায় গত বুধবার থেকে নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। ইতিমধ্যে কয়েকটি ঘের থেকে ২ লক্ষাধিক টাকার জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে অপসারণ করা হয়েছে ঘের তৈরিতে ব্যবহৃত গাছের ডালপালা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, ‘নির্দেশনা অমান্য করে ঘেরে জাল নামিয়ে মাছ শিকারের বিষয়টি নজরে আসার পর উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অনেক ঘের থেকে জাল জব্দ করে পুড়িয়ে দেয়াসহ কাটা অপসারণ করা হয়েছে। নদীকে দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, নদীতে কাটা কিংবা বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে। ভবিষ্যতে কেউ যেন নদী দখল করে ঘের তৈরি করতে না পারে এ বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। নদী দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। #

আপলোডকারীর তথ্য

সংবাদ প্রকাশের পর মান্দা উপজেলা প্রশাসনের আত্রাই নদী দখলদারমুক্ত করার উদ্যোগ

প্রকাশের সময় : ০২:২৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ১৭ জানুয়ারী ২০২০ :

বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে নওগাঁর মান্দা উপজেলা প্রশাসন আত্রাই নদী দখলদারমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে।

গত ১৪ জানুয়ারী মঙ্গলবার মান্দায় নদী দখল করে অর্ধশতাধিক মৎস্য ঘের, প্রশাসন নিরব http://mohadevpurdorpan24.com/?p=1626 শিরোনামে মহাদেবপুর দর্পণে ‍‍‍‌‌‌‌এবং অন্যান্য সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এরই উপজেলা প্রশাসন পরদিন থেকেই নদী দখলদারমুক্ত করতে অভিযান শুরু করে। ইতিমধ্যেই নদীর বেশকিছু ঘের থেকে জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে, অপসারণ করা হয়েছে ঘের থেকে গাছের কাটা ডালপালা ও বাঁশের বেড়া।

প্রকাশিত সংবাদে বলা হয়, চলতি মৌসুমে অবৈধভাবে আত্রাই নদী দখল করে অর্ধ শতাধিক মৎস্য ঘের তৈরি করে কিছু অসাধু ব্যক্তি। মৎস্য ঘেরের নামে গাছের কাটা ডালপালা নামিয়ে ও বাঁশের বেড়া দিয়ে নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। সম্প্রতি উপজেলা আইন-শৃঙ্খলা সভার সিদ্ধান্তের পর ঘেরগুলো থেকে গাছের ডালপালা ও বাঁশের বেড়া সরিয়ে নেয়ার জন্য নদী এলাকায় মাইকিং করে উপজেলা মৎস্য দপ্তর।

কিন্তু মৎস্য দপ্তরের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এসব ঘেরে জাল নামিয়ে মাছ শিকার শুরু করেন দখলদাররা। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসায় গত বুধবার থেকে নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। ইতিমধ্যে কয়েকটি ঘের থেকে ২ লক্ষাধিক টাকার জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে অপসারণ করা হয়েছে ঘের তৈরিতে ব্যবহৃত গাছের ডালপালা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, ‘নির্দেশনা অমান্য করে ঘেরে জাল নামিয়ে মাছ শিকারের বিষয়টি নজরে আসার পর উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অনেক ঘের থেকে জাল জব্দ করে পুড়িয়ে দেয়াসহ কাটা অপসারণ করা হয়েছে। নদীকে দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, নদীতে কাটা কিংবা বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে। ভবিষ্যতে কেউ যেন নদী দখল করে ঘের তৈরি করতে না পারে এ বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। নদী দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। #