
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৩ সেপ্টেম্বর ২০২৪ :
নওগাঁর মহাদেবপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মহাদেবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: হাশমত আলী মতবিনিময় করেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ওসি মহাদেবপুর থানা ভবনে এর আয়োজন করেন।

মতবিনিময় সভায় ওসি হাশমত আলী জানান, গত ১৫ সেপ্টেম্বর তিনি মহাদেবপুরে যাগদান করেন। এরআগে নওগাঁয় জেলা ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। ২০০৫ সালে তিনি রাজশাহীর সারদায় পুলিশ ট্রেনিং একাডেমিতে যোগদান করে সাফল্যের সাথে ট্রেনিং সম্পন্ন করেন। এরপর সিরাজগঞ্জে শিক্ষানবীশ সাব ইন্সপেক্টর (এসআই) পদে যোগ দেন। সেখান থেকে বিভিন্ন সময় একই পদে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, হরিপুর এবং ইন্সপেক্টর (তদন্ত) পদে রাজশাহীর পবা, গোদাগাড়ী, পুঠিয়া প্রভৃতি থানায় দায়িত্ব পালন করেন। দুর্গাপুর থানায় তিনি অফিসার ইনচার্জ (ওসি) এর দায়িত্ব পালন করেন। ২০২২ সালের আগষ্টে তিনি নওগাঁয় জেলা ডিবি পুলিশের ওসি পদে যোগ দেন।
তিনি দেশের পরিবর্তীত পরিস্থিতিতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ শ্রম দিবেন বলে জানান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, কাজী সামছুজ্জোহা মিলন, ইউসুফ আলী সুমন, সাখাওয়াত হোসেন, গোলাম রসুল বাবু প্রমুখ বক্তব্য দেন।
সাংবাদিক কাজী সাঈদ টিটো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এবং গত ১৬ বছরে স্বৈরাচার আমলে খবর লেখার কারণে যেসব সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তাদেরকে মূল্যায়ন করার, যেসব সাংবাদিক সেময় নানাভাবে থানায় তদবির বাণিজ্য করেছে, অন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় মদদ দিয়েছে এমনকি আন্দোলনে বিরোধিতা করেছে তাদেরকে বয়কটের আহ্বান জানান।
