মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ১৭ জানুয়ারী ২০২০ :
বৃহস্পতিবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ওপেন হাউস ডে এর আয়োজন করা হয়।
নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এতে প্রধান অতিথি এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
মৈনম ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা এতে সভাপতিত্ব করেন।
সভায় মাদক, বাল্য বিবাহ, জঙ্গীবাদ, ইভটিজিং বিরোধী এবং এসবের প্রতিকারমূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। #