
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ১৫ সেপ্টেম্বর ২০২৪ :
নওগাঁর নয়া জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন, ‘আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। জনগণ যাতে সেবা নিতে এসে কোন ধরনের হয়রানির শিকার না হন এবং কাঙ্খিত সেবা পান সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’
তিনি বলেন, ‘সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবো। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে পর্যটন শিল্পের বিকাশ হবে না। স্বাস্থ্য সেবার মান, দুর্নীতি রোধে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলা হবে। বিষয়গুলো নিয়ে আমরা এক সঙ্গে কাজ করতে চাই।’
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি তার অফিস কক্ষে আয়োজিত জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।
নওগাঁয় সদ্য যোগদান করা জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘যৌক্তিক সমালোচনা করুন। কাজে সমালোচনা থাকবে। তবে সেটা হতে হবে যৌক্তিক। প্রশংসা যেমন আমাদের অনুপ্রাণিত করে, তেমনি সমালোচনা থেকে শিখতেও পারি। তবে অবশ্যই সেটা হতে হবে যৌক্তিক। আমার চলার পথে কোন ভুল হলে ধরিয়ে দিবেন, যাতে সঠিকভাবে কাজ করতে পারি।’
এ সময় তিনি নওগাঁর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
