নওগাঁ ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই : নওগাঁর নয়া জেলা প্রশাসক আব্দুল আউয়াল

মহাদেবপুর দর্পণ, নওগাঁ, ১৫ সেপ্টেম্বর ২০২৪ : বক্তব্য দেন নওগাঁর নয়া জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল---ছবি : শামীনুর রহমান শামীম

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ১৫ সেপ্টেম্বর ২০২৪ :

নওগাঁর নয়া জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন, ‘আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। জনগণ যাতে সেবা নিতে এসে কোন ধরনের হয়রানির শিকার না হন এবং কাঙ্খিত সেবা পান সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবো। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে পর্যটন শিল্পের বিকাশ হবে না। স্বাস্থ্য সেবার মান, দুর্নীতি রোধে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলা হবে। বিষয়গুলো নিয়ে আমরা এক সঙ্গে কাজ করতে চাই।’

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি তার অফিস কক্ষে আয়োজিত জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।

নওগাঁয় সদ্য যোগদান করা জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘যৌক্তিক সমালোচনা করুন। কাজে সমালোচনা থাকবে। তবে সেটা হতে হবে যৌক্তিক। প্রশংসা যেমন আমাদের অনুপ্রাণিত করে, তেমনি সমালোচনা থেকে শিখতেও পারি। তবে অবশ্যই সেটা হতে হবে যৌক্তিক। আমার চলার পথে কোন ভুল হলে ধরিয়ে দিবেন, যাতে সঠিকভাবে কাজ করতে পারি।’

এ সময় তিনি নওগাঁর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মহাদেবপুর দর্পণ, নওগাঁ, ১৫ সেপ্টেম্বর ২০২৪ : নওগাঁর নয়া জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের একাংশ—ছবি : শামীনুর রহমান শামীম

সভায় সাংবাদিকরা নওগাঁর বিদ্যমান সমস্যা-সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন। তারা নওগাঁর সুখ্যাতি সম্পন্ন ধান, আম, পর্যটনসহ বিভিন্ন সম্ভাবনা তুলে ধরে সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য সেবা প্রভৃতি সমস্যার সমাধানে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

মোহাম্মদ আব্দুল আউয়াল রংপুর জেলার মিঠাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স ডিগ্রি লাভ করেন এবং ২৫ তম ব্যাচে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন। তার পিতা একজন শিক্ষক ও মাতা একজন গৃহিনী। তিনি দুই সন্তানের জনক। তিনি তার বর্ণাঢ্য জীবনে দূদকসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গত ১৪ সেপ্টেম্বর তিনি নওগাঁ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান।

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই : নওগাঁর নয়া জেলা প্রশাসক আব্দুল আউয়াল

প্রকাশের সময় : ০৩:০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ১৫ সেপ্টেম্বর ২০২৪ :

নওগাঁর নয়া জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন, ‘আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। জনগণ যাতে সেবা নিতে এসে কোন ধরনের হয়রানির শিকার না হন এবং কাঙ্খিত সেবা পান সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবো। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে পর্যটন শিল্পের বিকাশ হবে না। স্বাস্থ্য সেবার মান, দুর্নীতি রোধে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলা হবে। বিষয়গুলো নিয়ে আমরা এক সঙ্গে কাজ করতে চাই।’

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি তার অফিস কক্ষে আয়োজিত জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।

নওগাঁয় সদ্য যোগদান করা জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘যৌক্তিক সমালোচনা করুন। কাজে সমালোচনা থাকবে। তবে সেটা হতে হবে যৌক্তিক। প্রশংসা যেমন আমাদের অনুপ্রাণিত করে, তেমনি সমালোচনা থেকে শিখতেও পারি। তবে অবশ্যই সেটা হতে হবে যৌক্তিক। আমার চলার পথে কোন ভুল হলে ধরিয়ে দিবেন, যাতে সঠিকভাবে কাজ করতে পারি।’

এ সময় তিনি নওগাঁর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মহাদেবপুর দর্পণ, নওগাঁ, ১৫ সেপ্টেম্বর ২০২৪ : নওগাঁর নয়া জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের একাংশ—ছবি : শামীনুর রহমান শামীম

সভায় সাংবাদিকরা নওগাঁর বিদ্যমান সমস্যা-সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন। তারা নওগাঁর সুখ্যাতি সম্পন্ন ধান, আম, পর্যটনসহ বিভিন্ন সম্ভাবনা তুলে ধরে সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য সেবা প্রভৃতি সমস্যার সমাধানে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

মোহাম্মদ আব্দুল আউয়াল রংপুর জেলার মিঠাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স ডিগ্রি লাভ করেন এবং ২৫ তম ব্যাচে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন। তার পিতা একজন শিক্ষক ও মাতা একজন গৃহিনী। তিনি দুই সন্তানের জনক। তিনি তার বর্ণাঢ্য জীবনে দূদকসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গত ১৪ সেপ্টেম্বর তিনি নওগাঁ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান।