নওগাঁ ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মান্দায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর

মহাদেবপুর দর্পণ, মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার, মান্দা (নওগাঁ), ১৫ সেপ্টেম্বর ২০২৪ :

নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যবসায়ীর বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এব্যাপারে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার কুসুম্বা গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক অভিযোগ করেন যে, দীর্ঘদিন পূর্বে তিনি কুসুম্বা মৌজায় সাড়ে সাত শতক জায়গা কিনে বাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছিলেন। ওই জমি নিয়ে ওই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আওয়ামী লীগ নেতা সাহেদ আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে প্রতিপক্ষরা আব্দুর রাজ্জাকের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুর রাজ্জাকের বাড়িতে এসে বাড়ির সামনের টিনের বেড়া ভেঙ্গে ফেলে ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। এতে তার ৩০ হাজার টাকার ক্ষতি হয়।

এব্যাপারে আব্দুর রাজ্জাক বাদি হয়ে ওই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে ইব্রাহিম হোসেন (৫২), তার ছেলে ইসরাফিল হোসেন (২৮), মৃত হানাউল্লাহ প্রাং এর ছেলে আজিজার রহমান (৩৬), মৃত নমির উদ্দিন সরদারের ছেলে পিয়ার উদ্দিন সরদার (৫৬) ও মৃত বিমল চন্দ্র দাসের ছেলে শ্রী কনক কুমারের (২৭) বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানতে চাইলে প্রতিপক্ষরা দাবি করেন যে জমিজমা সংক্রান্ত বিরোধে চাঁদা দাবি ও টিনের প্রাচীর ভাংচুরের বিষয়টি সঠিক নয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

মান্দায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর

প্রকাশের সময় : ০৮:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

মহাদেবপুর দর্পণ, মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার, মান্দা (নওগাঁ), ১৫ সেপ্টেম্বর ২০২৪ :

নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যবসায়ীর বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এব্যাপারে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার কুসুম্বা গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক অভিযোগ করেন যে, দীর্ঘদিন পূর্বে তিনি কুসুম্বা মৌজায় সাড়ে সাত শতক জায়গা কিনে বাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছিলেন। ওই জমি নিয়ে ওই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আওয়ামী লীগ নেতা সাহেদ আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে প্রতিপক্ষরা আব্দুর রাজ্জাকের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুর রাজ্জাকের বাড়িতে এসে বাড়ির সামনের টিনের বেড়া ভেঙ্গে ফেলে ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। এতে তার ৩০ হাজার টাকার ক্ষতি হয়।

এব্যাপারে আব্দুর রাজ্জাক বাদি হয়ে ওই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে ইব্রাহিম হোসেন (৫২), তার ছেলে ইসরাফিল হোসেন (২৮), মৃত হানাউল্লাহ প্রাং এর ছেলে আজিজার রহমান (৩৬), মৃত নমির উদ্দিন সরদারের ছেলে পিয়ার উদ্দিন সরদার (৫৬) ও মৃত বিমল চন্দ্র দাসের ছেলে শ্রী কনক কুমারের (২৭) বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানতে চাইলে প্রতিপক্ষরা দাবি করেন যে জমিজমা সংক্রান্ত বিরোধে চাঁদা দাবি ও টিনের প্রাচীর ভাংচুরের বিষয়টি সঠিক নয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।