নওগাঁ ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে নয়া সাব রেজিষ্ট্রারের যোগদান

মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ), ১৫ জানুয়ারী ২০২০ :

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নতুন সাব রেজিষ্ট্রার যোগ দিয়েছেন। দীর্ঘদিন ধরে এখানে পূর্ণাঙ্গ সাব রেজিষ্ট্রার না থাকায় জমি রেজিষ্ট্রিতে সাধারণ জনতাকে দারুণ ভোগান্তি পোহাতে হচ্ছে।

বুধবার পাবনার সাথিয়া উপজেলায় কর্মরত সাব রেজিষ্ট্রার আশরাফ আলীকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে মহাদেবপুর উপজেলায় নিয়োগ দেয়া হয়েছে। তিনি সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার এই দুইদিন মহাদেবপুরে কর্মরত থাকবেন।

এর আগে ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত তিনি মহাদেবপুরে কর্মরত ছিলেন।

তার যোগদানের খবরে এলাকায় উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়। দলিল লেখকেরা জানান, অন্যান্য অফিসারদের বেলায় দলিল রেজিষ্ট্রিতে যেসব বিড়ম্বনার সৃষ্টি হতো, এখন তা আর হবেনা। কারণ, বিলম্ব ফি, বিবিধ ফি নামে যে সব অতিরিক্ত অবৈধ ফি দিতে হতো, এই অফিসারের বেলায় তা দিতে হয়না।

দলিল লেখক ও চাঁন্দাশ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন আলী, আশরাফুল ইসলাম কনক প্রমুখ জানান, এই সাব রেজিষ্ট্রার দলিল গ্রহিতা, দাতা, দলিল লেখক, সাক্ষি কাউকেই অযথা হয়রানী করান না। অথবা সামান্য কিছুর অযুহাতে দলিল ফেরৎ দেন না। তার সময়ে প্রতিদিন অসংখ্য দলিল রেজিষ্ট্রি করানো সহজ।

সাব রেজিষ্ট্রার আশরাফ আলী জানান, দ্বিতীয় বারের মত মহাদেবপুরে কাজ করতে এসে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। আইনের মধ্যে থেকে তিনি দেশের জনগণের সেবার মনোভাব নিয়ে সব রকম দলিল রেজিষ্ট্রি করবেন। তার সেবামূলক কাজ দিয়েই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করতে চান। #

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে নয়া সাব রেজিষ্ট্রারের যোগদান

প্রকাশের সময় : ০৩:০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০

মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ), ১৫ জানুয়ারী ২০২০ :

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নতুন সাব রেজিষ্ট্রার যোগ দিয়েছেন। দীর্ঘদিন ধরে এখানে পূর্ণাঙ্গ সাব রেজিষ্ট্রার না থাকায় জমি রেজিষ্ট্রিতে সাধারণ জনতাকে দারুণ ভোগান্তি পোহাতে হচ্ছে।

বুধবার পাবনার সাথিয়া উপজেলায় কর্মরত সাব রেজিষ্ট্রার আশরাফ আলীকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে মহাদেবপুর উপজেলায় নিয়োগ দেয়া হয়েছে। তিনি সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার এই দুইদিন মহাদেবপুরে কর্মরত থাকবেন।

এর আগে ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত তিনি মহাদেবপুরে কর্মরত ছিলেন।

তার যোগদানের খবরে এলাকায় উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়। দলিল লেখকেরা জানান, অন্যান্য অফিসারদের বেলায় দলিল রেজিষ্ট্রিতে যেসব বিড়ম্বনার সৃষ্টি হতো, এখন তা আর হবেনা। কারণ, বিলম্ব ফি, বিবিধ ফি নামে যে সব অতিরিক্ত অবৈধ ফি দিতে হতো, এই অফিসারের বেলায় তা দিতে হয়না।

দলিল লেখক ও চাঁন্দাশ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন আলী, আশরাফুল ইসলাম কনক প্রমুখ জানান, এই সাব রেজিষ্ট্রার দলিল গ্রহিতা, দাতা, দলিল লেখক, সাক্ষি কাউকেই অযথা হয়রানী করান না। অথবা সামান্য কিছুর অযুহাতে দলিল ফেরৎ দেন না। তার সময়ে প্রতিদিন অসংখ্য দলিল রেজিষ্ট্রি করানো সহজ।

সাব রেজিষ্ট্রার আশরাফ আলী জানান, দ্বিতীয় বারের মত মহাদেবপুরে কাজ করতে এসে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। আইনের মধ্যে থেকে তিনি দেশের জনগণের সেবার মনোভাব নিয়ে সব রকম দলিল রেজিষ্ট্রি করবেন। তার সেবামূলক কাজ দিয়েই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করতে চান। #