প্রকাশের সময় :
১০:৪৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
৮৭৮
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৬ অক্টোবর ২০২৩ :
নওগাঁর মহাদেবপুরে “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষ শাপলায় আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা প্রমুখ।#