
পরীক্ষামূলক সম্প্রচার :
আত্রাই নদীর পানি বাড়ছে, বন্যা আতঙ্কে মান্দাবাসী<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০৮:০০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- ৯২৫

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর মান্দায় হুহু করে বাড়ছে আত্রাই নদীর পানি। এ নদীর পানি বেড়ে এখন বিপৎসীমার ১৫ সেন্টিমিটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি যেভাবে বাড়ছে তাতে যেকোনো সময় তা বিপৎসীমা অতিক্রম করতে পারে। নদীর পানি বাড়তে থাকায় বেঁড়িবাঁধের পুরাতন তিনটি ঝুঁকিপূর্ণ পয়েন্ট ভেঙে যেকোনো মুহূর্তে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে বলে আতঙ্কে রয়েছেন নদীর দুই তীরের মানুষ। বন্যার আতঙ্ক বিরাজ করছে নদী পাড়ের মানুষের মাঝে।
বন্যাকবলিত এলাকা বলে পরিচিত চকরামপুর গ্রামের বাসিন্দা খলিল হোসেন বলেন, ২০১৭ সালের বন্যায় বেঁড়িবাঁধের দুই স্থান ভেঙে যায়। নদীর পানি বাড়লেই তা লোকালয়ে ঢুকে যায়। তলিয়ে যায় বেঁড়িবাঁধের ভেতরে থাকা বিভিন্ন ফসলের খেত। পানিবন্দি হয়ে দুর্ভোগ পড়েন কয়েক হাজার মানুষ।
সর্বোচ্চ পঠিত