নওগাঁ ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে বজ্রপাতে দুই আদিবাসী নারী কৃষি শ্রমিকের মৃত্যু<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৩ সেপ্টেম্বর ২০২৩ :

নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে দুই আদিবাসী নারী কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এরা হলেন, উপজেলার রাইগাঁ ইউনিয়নের ছিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান (২৭) ও মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী সবানী পাহান (৬৫)। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তারা মারা যান।

স্থানীয়রা জানান, বিকেলে শ্রীমতি পাহান ও সবানী পাহান বাড়ির পাশের মাঠে ধানক্ষেতে কাজ করছিলেন। এসময় বৃষ্টিপাতের সময় প্রচন্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের দুজনেরই মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে বজ্রপাতে দুই আদিবাসী নারী কৃষি শ্রমিকের মৃত্যু<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৩ সেপ্টেম্বর ২০২৩ :

নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে দুই আদিবাসী নারী কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এরা হলেন, উপজেলার রাইগাঁ ইউনিয়নের ছিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান (২৭) ও মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী সবানী পাহান (৬৫)। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তারা মারা যান।

স্থানীয়রা জানান, বিকেলে শ্রীমতি পাহান ও সবানী পাহান বাড়ির পাশের মাঠে ধানক্ষেতে কাজ করছিলেন। এসময় বৃষ্টিপাতের সময় প্রচন্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের দুজনেরই মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#