নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে দুই আদিবাসী নারী কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এরা হলেন, উপজেলার রাইগাঁ ইউনিয়নের ছিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান (২৭) ও মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী সবানী পাহান (৬৫)। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তারা মারা যান।
স্থানীয়রা জানান, বিকেলে শ্রীমতি পাহান ও সবানী পাহান বাড়ির পাশের মাঠে ধানক্ষেতে কাজ করছিলেন। এসময় বৃষ্টিপাতের সময় প্রচন্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের দুজনেরই মৃত্যু হয়।