প্রকাশের সময় :
১২:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
৮৩৫
Spread the love
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৫ সেপ্টেম্বর ২০২৩ :
নওগাঁর মহাদেবপুরে ঢাকা ব্যাংক কীটনাশক কোম্পানী সিনজেনটা বাংলাদেশের সহযোগিতায় পাঁচশ’ প্রান্তিক চাষির মধ্যে ২৭ লক্ষ টাকার প্রণোদন বিতরণ করেছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে উপজেলার রাইগাঁ কলেজ মাঠে আয়োজিত চাষিদের সমাবেশে ঢাকা ব্যাংকের রাজশাহী বিভাগীয় ক্রেডিট অফিসার শাহাদৎ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন।
সিনজেনটার বগুড়া রিজিয়নের রিজিওনাল ম্যানেজার আসাদুজ্জামান, নওগাঁ জেলা কর্মকর্তা সাফায়েত করিম, মহাদেবপুরের পরিবেশক ও উপজেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বদলগাছী-রাইগাঁর পরিবেশক প্রশান্ত কুমার সরকার এতে সভাপতিত্ব করেন।
প্রণোদনা হিসেবে পাঁচশ’ চাষির প্রত্যেককে পাঁচ হাজার ৪৫০ টাকা মূল্যের বীজ, সার ও কীটনাশক দেয়া হয়।#