প্রকাশের সময় :
০৩:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
৮৭৩
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৫ আগস্ট ২০২৩ :
নওগাঁর মহাদেবপুরে মাটির দেয়াল চাপায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হলেন উপজেলার হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামের জয় বর্ম্মণের স্ত্রী ভাদুরী রাণী (৬২) ও অভি দাসের স্ত্রী মিথি রাণী (৬৫)। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, বৃষ্টির মধ্যে তারা দুজন বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়ি যাবার পথে গ্রামের সুশীল সাধুর বাড়ির মাটির দেয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে তারা মাটির নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মিথি রাণীর মৃত্যু হয়। ভাদুরী রাণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ইউপি চেয়ারম্যান দূর্ঘটনার পর থেকেই তাদের সঙ্গে থেকে সহযোগিতা করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।#