
পরীক্ষামূলক সম্প্রচার :
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নওগাঁয় বিএনপির পদযাত্রা<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০৩:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- ৯১২

পূর্ব ঘোষণা অনুযায়ী এই পদযাত্রা বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও এক ঘন্টা দেরিতে দুপুর শুরু হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সিদ্দিক নান্নু। এসময় অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা খান, নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সালেক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, শেখ রেজাউল ইসলাম, বেলাল হোসেন, মামুনুর রহমান রিপন, ভিপি রানা, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আব্দুল মতিন, সদস্য মোস্তাফিজুর রহমান, ফজলে হুদা বাবুল, নাজিবুল্লাহ চৌধুরী, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেটসহ জেলা ও ১১ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
সর্বোচ্চ পঠিত